বাউফলে যৌন হয়রানীর অভিযোগে চিকিসৎক গ্রেফতার

বাউফলে যৌন হয়রানীর অভিযোগে  চিকিসৎক গ্রেফতার
এম অহিদুজ্জামান ডিউক, প্রতিনিধি বাউফল প্রায় ১২ ঘন্টা পরে পটুয়াখালী বাউফল পৌর শহরের এক নারী কর্মীকে যৌন হয়রানীর অভিযোগে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ আলম (৬৫)কে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১টায় পাবলিক মাঠের জাহাঙ্গীর টাওয়ার এর চতুর্থ তলার ফ্লাট থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ওই যুবতী পৌর শহরের বাউফল হেল্থ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারের একজন ফিজিসিয়ান হিসাবে চাকুরী করতেন। প্রায় তিনমাস যাবৎ চাকুরী হারানোর ভয় দেখিয়ে যৌন হয়রানী করত ডায়াগনিস্টিকের চিকিৎসক ডাঃ শাহ আলম । গত ৭ জুন ওই যুবতীকে দিয়ে তার শরীর ম্যাসেজ ও অন্যান্য অশ্লীল দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি ওই যুবতী বাউফল থানাকে অবহিত করলে গতকাল সন্ধার পরে বাউফল থানায় নারী ও শিশু নির্যাদন দমন আইনে মামলা দায়ের করা হয়। সোমবার গভীর রাতে অভিযুক্ত চিকিৎসককে আটকের জন্যে জাহাঙ্গীর টাওয়ারে হানা দেয় থানা পুলিশ। তার করোনা হয়েছে বলে বাহানা করে দরজা না খোললে আজ মঙ্গলবার দুপুরে বাউফল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নের্তৃত্ব জাহাঙ্গীর টাওয়ারের চারতলার ফ্লাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে । এ বিষয়ে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার জানায়, অভিযুক্ত ওই চিকিৎসক কে গ্রেফতার করা হয়েছে । অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।